৫নং বাপ্তা ইউনিয়নের ভূমি বিষয়ক প্রধান কার্যাবলী:-
ভূমি ব্যবস্থাপনা :-
ক) ভূমির শ্রেনীবিন্যাস হালনাগাদ করন : কার্যক্রম চলিতেছে ।
খ) সিকস্তি/পিয়স্তি এ, ডি,লাইন নির্ধারন সম্পর্কে : এ ধরনের কোন জমি নাই।
গ) পি, ও ৯৬/৯৮ এর প্রয়োগ সিলিং বর্হিভূত জমি উদ্ধার সংক্রান্ত : এ ধরনের কোন জমি নাই ।
সাধারন খাস জমির ব্যবস্থাপনা :-
খাস জমির পরিমান পি-২১২.৮৩
ক) খাস জমির দখল, সীমানা, চিহ্নিতকরণ ও পুনরুদ্দার : ০.২৫০ একর জমি পুনরুদ্দার
খ) ভূমিহীনদের মধ্যে খাস জমি বন্দোবস্ত প্রদান : এ ধরনের কোন জমি নাই
০৯। চর ভূমি ব্যবস্থাপনা : এ ধরনের কোন জমি নাই ।
১০। বিবিধ খাস জমি ব্যবস্থাপনা :
১। ভূমি উন্নয়ন কর আদায়।
২। সরকারী খাস ভূমির হেফাজতকরন।
৩। ভূমিহীনদের কৃষি খাস জমি বন্দোবস্ত।
৪। নামজারীর প্রস্তাব দেয়া।
৫। অফিসে হালনাগাদ ভূমি রেকর্ড সংরক্ষন করা।
৬। প্রযোজ্য ক্ষেত্রে হাট বাজার হতে খাস আদায় করা।
৭। সরকারি জলমহাল গুলি রক্ষনাবেক্ষন করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস