Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বাপ্তা ইউনিয়ন

ভোলা শহরের নিকটবর্তী ও সদর উপজেলার সবচেয়ে কাছেরএকটিঐতিহ্যবাহী অঞ্চল হলো বাপ্তা ইউনিয়ন । সময়ের পরিক্রমায় আজ বাপ্তা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল, ও ভোলা জেলার মধ্যে একটি স্বনামধন্য ইউনিয়ন হিসেবে পরিচিতি লাভ করেছে ।

ক) নাম – ৫নং বাপ্তা ইউনিয়ন পরিষদ 

খ) আয়তন – ২৪৪২২ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ৪২,৯৪০জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ১০টি।

চ) হাট/বাজার সংখ্যা -১৩টি। 

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/অটোরিক্সা

জ) শিক্ষার হার – ৭১%।

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১১ টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৬টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ৬টি,

    মাদ্রাসা- ৪টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব আলহাজ্জ মোঃ ইয়ানুর রহমান (বিপ্লব মোল্লা)

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৮টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – 

১। বিসিক শিল্প নগরী

২। বাপ্তা বুড়ি জামে মসজিদ

৩। চরপোটকা বাজার ব্রীজ

৪। ঈদগাহঁ

৫। ফ্যানটাসি কিংডম (শিশুপার্ক)

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

               ৩) উদ্যেক্তা -২ জন। 

              ৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।